Microsoft Office Training in Bangla

মাইক্রোসফ্ট কর্পোরেশনের সব চেয়ে জনপ্রিয় এ্যাপ্লিকেশন প্যাকেজ হল "অফিস" । ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, এ্যাকসেস - এগুলো হল অফিস প্যাকেজের এক একটি এ্যাপ্লিকেশন ।

জনপ্রিয়তার কারণে বাজারে অফিস প্যাকেজের বহু টিউটেরিয়াল বের হয়েছে যা থেকে এ এ্যাপ্লিকেশন গুলো শেখা যেতে পারে । কিন্তু স্টাডি.ইস্কুল এর কোর্সের সাথে এগুলোর মূল পার্থক্য আছে । বাজারের টিউটেরিয়াল যেটা করে তা হল কেবল মাত্র কিছু ভিডিও কনটেন্ট সরবরাহ করেই ক্ষান্ত হয়, সেই ভিডিও কনটেন্ট থেকে একজন শিক্ষার্থী কী শিখল বা আদৌ কিছু শিখল কিনা তা যাঁচাই বাছাই করার কোন ব্যবস্থা নেই । পক্ষান্তরে স্টাডি.ইস্কুল শুধু মাত্র কিছু ভিডিও কনটেন্ট বা কয়েকটা কোর্স অফার না করে একজন শিক্ষার্থীকে স্টাডি.ইস্কুল এ ভর্তি হতে উৎসাহিত করে - ঠিক যেমন একজন শিক্ষার্থী কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কোন ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হয় ।

স্টাডি.ইস্কুল এ একজন শিক্ষার্থী একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো পরিবেশটাই পাবেন । কাজেই মাইক্রোসফ্ট অফিস প্যাকেজের যে কোর্সগুলো শিক্ষার্থীগন এখানে করবেন তাতে শুধু মাত্র কনটেন্ট পড়েই বা দেখেই একজন শিক্ষার্থী ক্ষান্ত হতে পারবেন না তাকে এখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মত কুইজ, পরীক্ষা এবং এ্যাসাইনমেন্টে এ অংশগ্রহণ করতে হবে এবং কাঙ্খিত যোগ্যতা অর্জন করতে পারলে পুরস্কার হিসেবে সনদ পাবেন যা কিনা একজন শিক্ষার্থীর ক্যারিয়ারে কাজে লাগবে।